খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সদরের বৈঠক ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের নানাবিধ সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। জিয়াউর রহমান যেমন দেশের সকল মানুষকে মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সেই নীতি অনুসরণ করি। তিনি আরও বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের শান্তি, উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই তার অগ্রাধিকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, বড়দিন উদযাপন কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক রুসেল ত্রিপুরা, হেনরি প্রদীপ ত্রিপুরা, মিলন কান্তি ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের নানা সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরেন এবং আগামীর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/