খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
তারুণ্যের উৎসব উদযাপনকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, দর্শকদের তুমুল উচ্ছ্বাস আর তারুণ্যের অফুরন্ত প্রাণচাঞ্চল্য।
সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ ও মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ০–১ গোলে এগিয়ে থেকে শিরোপা তুলে নেয় পানছড়ি সরকারি কলেজ। নির্ধারিত সময়ের একমাত্র গোলটি এনে দেয় দলকে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নের স্বাদ। ১২টি কলেজের অংশগ্রহণে গত ১০ নভেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে রানার্সআপ হয় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ।
খেলা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, “তারুণ্যকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়াই সবচেয়ে বড় শক্তি-আজকের মাঠ তার প্রমাণ।”
অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার খেলোয়াড়দের সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত চেতনার প্রশংসা করেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের আসাদ ভূঁইয়া। তিন গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন একই কলেজের সাকিব চৌধুরী। খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে মাঠে উপস্থিত দর্শকরা করতালিতে মুখর করে তোলেন পুরো পরিবেশ।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ এবং রানার্সআপ মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ—উভয় দলই খেলার যোগ্যতা অর্জন করেছে, যা জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আনোয়ার কবিরসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার এডহক কমিটির সদস্য শাহরিয়ার ইউনুস, জ্যোতিষ বসু ত্রিপুরা, আনিসুল আলম চৌধুরী আনিকসহ ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।
মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স আর দর্শকদের উচ্ছ্বাসে খাগড়াছড়ি যেন পরিণত হয় ক্ষুদ্র ফুটবল মঞ্চে—যেখানে তারুণ্য, শক্তি এবং স্বপ্ন হাতে হাত মিলিয়ে তৈরি করে এক অন্যরকম উৎসবের আবহ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/