

“দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাস, ত্রাণ কার্যক্রম ও বহুমুখী প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।