খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে টেবিল টেনিস টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হলো টেবিল টেনিস টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন জেলা ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো: মাহাবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৬টি স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। একক ইভেন্টে চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র জুহায়ের মাহতাব, আর রানার্সআপ হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের ৭ম শ্রেণির ছাত্র আতাউর রহমান।

দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জুহায়ের মাহতাব ও আহনাফ ইসলাম সাকিন জুটি, এবং রানার্সআপ হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের আতাউর রহমান ও অভি চাকমা জুটি।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র বিতরণকালে অতিথিরা বলেন,“ক্রীড়ার মাধ্যমেই তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করা সম্ভব।”

এ সময় জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান, “প্রতিযোগিতার মাধ্যমে ৫ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়েছে, যাদেরকে পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলা হবে।”

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টেবিল টেনিস টুর্নামেন্টে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীরা প্রশংসা করেন তরুণ খেলোয়াড়দের নৈপুণ্যের। দিনভর চলা এই আয়োজন খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।