খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান-কার্বারীদের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি জেলার ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পৌর টাউন হলে এর আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। সভায় ত্রিপুরা হেডম্যান-কার্বারীরা বক্তব্যে তাদের বিভিন্ন দাবি দাওয়া ও সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তিনি বলেন, পাহাড়ে ফ্যাসিস্ট আ’লীগ সরকারের মেয়াদে ত্রিপুরাদের ব্যবহার করে বিবাদ সৃষ্টি করে ফায়দা লুটেছে। এর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য গ্রাম, পাড়া পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আগামীতে ধানের শীষে ভোট দেয়ারও প্রতিজ্ঞাবদ্ধ হনত্রিপুরারা।

ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক খনি রঞ্জন ত্রিপুরার সভার সভাপতিত্ব করেন।

সভায় ওয়াদুদ ভূঁইয়া ত্রিপুরাসহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, বিশ্বাস, আস্থা ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করে মিলেমিশে থাকার আহবান জানিয়েছেন।