।। স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে দেশের জনপ্রিয় ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ই মার্চ) সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোঃ জহুরুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, লেখক ও সাহিত্যিক অংসুই মারমা, বাংলাদেশ বেতারের শিল্পী মোঃ আবুল কাশেম, মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রিপন সরকার। শুভেচ্ছা জানান বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন বহুবছর ধরে পাঠক প্রিয়তার শীর্ষে। সে অবস্থান ধরে রাখতে পত্রিকাটি নতুন নতুন ধ্যান-ধারনা নিয়ে এগুচ্ছে। পার্বত্যাঞ্চলসহ সারাদেশে সকাল সকাল এ পত্রিকা পাঠকের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করায় কর্তৃৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উত্তরোত্তর সাফল্য করেন বক্তারা।
শুরুতেই দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি মোঃ জহুরুল আলম স্বাগত বক্তব্য রাখেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সাজু, সাংবাদিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ রফিকুল সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও খাগড়াছড়ি সনাকের ইয়েস সদস্যবৃন্দ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/