খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
গম্ভীর ধর্মীয় আবহ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি শহরের কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে ৩৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এ ধর্মীয় উৎসব উপলক্ষে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খবং পড়িয়া আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দপ্রিয় মহাস্থবির।
এ সময় লঙ্কারাম বিহারের অধ্যক্ষ রতনানন্দ স্থবির, পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শাক্যতিলক স্থবির,পারদর্শী বড়ুয়া,পনেল বড়ুয়াসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভিক্ষু ও বৌদ্ধ ধর্মের উপাস-উপাসিকারা উপস্থিত ছিলেন।
ধর্মসভায় ভিক্ষুসংঘ কঠিন চীবর দানের তাৎপর্য ও বৌদ্ধ ধর্মের শীল, সমাধি ও প্রজ্ঞার গুরুত্ব তুলে ধরেন। ভক্তরা পুণ্যলাভের আশায় দান ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/