খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে আলুটিলা মাল্টিপারপাস হল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের সমন্বয়ের আলুটিলা মাল্টিপারপাস হল নামে পর্যটকদের জন্য এ প্রকল্পের ভিত্তিগ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
রবিবার (০৩নভেম্বর) বিকালে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন,খাগড়াছড়ি পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য আমরা প্রশাসন ও উন্নয়ন বোর্ডের সমন্বয় করে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি এখানে সর্বোচ্চ পর্যায়ে কর্মসংস্থানের সৃষ্টি হয়,সেজন্য পর্যটন শিল্প বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। খাগড়াছড়ি পাহাড়,ঝর্ণা এবং পাহাড়ের এই রুপ-বৈচিত্র্য উপভোগ করার জন্য দেশে-বিদেশী অনেক পর্যটক আগমন করে থাকে। সেই সকল পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির জন্য আমরা এই আলুটিলায় মাল্টিপারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেখানে মহিলাদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ থাকবে,আলাদা কক্ষের ব্যবস্থা থাকবে। যাতে তাদের বাচ্চাদের ব্রেস্ট ফিডিং কর্ণার থাকবে,আলাতা ওযাচ ব্লক থাকবে। এছাড়াও পুরুষদের জন্যও আলাদা কক্ষ থাকবে। যেন তারাও আলাদাভাবে প্রার্থনা করতে পারে। যাতে করে পর্যটকরা এখানে স্বাচ্ছন্দ্যবোধ করে,এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জেলা’র নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল আলম জানান, আলুটিলন মাল্টিপারপাসের প্রথম তলায় মহিলাদের প্রার্থনার জন্য তৈরি করা হবে এবং দ্বিতীয় তলায় পুরুষদের প্রার্থনা ও উজোখানার জন্য নির্মাণ করা হবে। দুই বছর মেয়াদী এই প্রকল্পের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে ৪০লক্ষ টাকা।
উদ্বোধনকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) এজেডএম নাহিদ হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ) মো. আতিকুর রহমান,উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।