
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট বাস সার্ভিস। জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বুধবার (২০ নভেম্বর) সকালে এই নতুন সেবার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে আয়োজনস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়—যেন এক নতুন কল্যাণমূলক ধারার সূচনা।
চট্টগ্রাম রুটে যাত্রা শুরু: সদস্যদের মাঝে উচ্ছ্বাস
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ওয়েলফেয়ার বাসটি যখন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়, তখন উপস্থিত আনসার সদস্যদের মুখে দেখা যায় সন্তুষ্টি আর আনন্দের উচ্ছ্বাস। বহুদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা এটিকে বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।
জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান জানান—“মহাপরিচালকের (ডিজি) বিশেষ উদ্যোগে খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ওয়েলফেয়ার বাস চলাচল করবে। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র আনসার-ভিডিপি সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও হিল আনসারদের জন্য এই সেবা উন্মুক্ত রাখা হয়েছে।” তিনি আরও বলেন—“এটি আনসার-ভিডিপি বাহিনীর সদস্যদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। সাশ্রয়ী পরিবহন সুবিধা তাদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত যাতায়াতকে অনেক বেশি সহজ করবে।”
২৭০ টাকার যাত্রা এখন মাত্র ১৫০ টাকায়
আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিসের সবচেয়ে প্রশংসিত দিকটি হলো স্বল্প ভাড়া। সাধারণ বাসে খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে যাতায়াতে যেখানে প্রায় ২৭০ টাকা ভাড়া লাগে, সেখানে নতুন ওয়েলফেয়ার বাসে যাত্রা করা যাবে মাত্র ১৫০ টাকায়। অর্থাৎ ব্যয় কমছে অর্ধেকেরও বেশি।
২৪ আসনবিশিষ্ট এই আরামদায়ক বাসটিতে সিটিং ব্যবস্থা উন্নত, যাত্রাসূচি নির্দিষ্ট এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায়।
একজন আনন্দিত আনসার সদস্য বলেন— “আমাদের জন্য আলাদা বাস সার্ভিস সত্যিই অনেক সুবিধা এনে দিয়েছে। স্বল্প খরচে নির্ভার মনে অফিস, বাসা কিংবা চিকিৎসার কাজে যাতায়াত এখন আরও সহজ হবে।”
কল্যাণমূলক উদ্যোগের কার্যকারিতা: উপকৃত হবে পরিবার–স্থানীয়রাও
যানবাহনটির কল্যাণমূলক কার্যক্রম শুধু আনসার সদস্যদের ব্যক্তিগত বা অফিস–সংশ্লিষ্ট চলাচল নয়—তাদের পরিবারবর্গ ও স্থানীয় লোকজনও পরোক্ষভাবে উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষত—চিকিৎসা নিতেও আর হুটহাট ছুটতে হবে না,অফিস–বাসার বাইরে জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াত সম্ভব,নিরাপত্তাব্যবস্থা বাহিনীর তত্ত্বাবধানে হওয়ায় যাত্রীরা থাকবেন আরও নিশ্চিন্ত
নিয়মিত পরিবহন সুবিধার অভাবজনিত দুর্ভোগ কমবে:
এর ফলে পাহাড়ি অঞ্চলের সড়কযাত্রায় স্বস্তি ও নিয়মিত যোগাযোগ ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা করছেন স্থানীয়রাও।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উৎসবের রঙ
উদ্বোধন উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিটের আনসার–ভিডিপি সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা ভোর থেকেই অনুষ্ঠানস্থলে সমবেত হন। ব্যানার–ফেস্টুন, সাংগঠনিক শৃঙ্খলা এবং উপস্থিত সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য উৎসবমুখর আয়োজনে।
উদ্যোগটির প্রশংসায় বক্তারা বলেন—
“এটি শুধু একটি বাস সার্ভিস নয়, বরং আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণ নিশ্চিত করার একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। নিরাপদ যাতায়াত এবং স্বল্প খরচ—দুটিই সদস্যদের জীবনে আর্থ-সামাজিকভাবে বড় ভূমিকা রাখবে।”
সামগ্রিকভাবে নতুন আশার আলো:
খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে পাহাড়ি জেলার আনসার সদস্যদের জন্য সাশ্রয়ী, নিরাপদ ও সময়ানুবর্তী পরিবহন সুবিধার নতুন দিগন্ত উন্মোচিত হলো। আশা করা হচ্ছে, ভবিষ্যতে রুট সম্প্রসারণসহ আরও সদস্যবান্ধব সেবা অন্তর্ভুক্ত হবে।