খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ত্রান কার্য ৮৩৬ ক্যায়াংয়ের (বৌদ্ধ মন্দির) অনুকূলে ৪১৮ মে. টন এর ডিও চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান থেকে এসকল ডিও চাল বিতরণ।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পত্র নং- ৫১.০১.০০০০.০১৫.২০.০৮৫.২৪-২৩৮, তারিখং- ০৩/১০/২০২৪ খ্রি. এর স্মারকমূলে এ বরাদ্দ খাগড়াছড়িতে প্রেরণ করা হয়। এতে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ১৩৪ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ৬৭ মেট্রিক টন চাল, মহালছড়ি উপজেলায় ৮৮টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ৪৪ মেট্রিক টন চাল, দীঘিনালা উপজেলায় ১৩০ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ৬৫ মেট্রিক টন চাল, পানছড়ি উপজেলায় ৭৬ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ৩৮ মেট্রিক টন চাল, রামগড় উপজেলায় ৫৬ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ২৮মেট্রিক টন চাল, মাটিরাঙ্গা উপজেলায় ৩৪ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ১৭ মেট্রিক টন চাল, গুইমারা উপজেলায় ১২৪ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ৬২ মেট্রিক টন চাল, মানিকছড়ি উপজেলায় ৯৯ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ৫৯ মেট্রিক টন চাল, লক্ষীছড়ি উপজেলায় ৯৫ টি বৌদ্ধ মন্দিরের অনুকূলে ৪৭ মেট্রিক টন চালের ডিও প্রত্যেক বৌদ্ধ বিহারে ৫শ কেজি করে চালের ডিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের অনুকূলে এসকল বরাদ্দ প্রত্যেক বৌদ্ধ মন্দিরে ৫০০ কেজি করে বিতরণ কয়েছে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/