

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে “শিক্ষক সম্মেলন–২০২৫” সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টায় খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ ভূঁঞা। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সমন্বয়ক ও সহ-সভাপতি আশা প্রিয় ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মো. জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন —খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক মো. মোজাম্মেল হক এবং জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি, আর শিক্ষকরা সেই ভিত্তিকে সুদৃঢ়ভাবে গড়ে তুলছেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অতিথিবৃন্দ।
সম্মেলনে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময়, দাবি-দাওয়া উপস্থাপন ও পেশাগত উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।