খাগড়াছড়িতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
“ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও উদযাপিত হয়েছে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস।

সোমবার (২০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রঙিন ও উৎসবমুখর র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: রিয়াসাদ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. অর্ণব চাকমা, ও বিসিকের উপ-ব্যবস্থাপক মো: আলী আল রাজী।

সভায় বক্তারা বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সঠিক ও নির্ভুল পরিসংখ্যান তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই।”

এ সময় তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মানোন্নয়ন, তথ্য বিশ্লেষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিশ্বায়নের যুগে তথ্যই শক্তি, আর সঠিক পরিসংখ্যানই উন্নয়নের মূল চালিকা শক্তি। তাই সবাইকে পরিসংখ্যানভিত্তিক তথ্য প্রদানে আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।