খাগড়াছড়িতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন: খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন কর”— এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো খাগড়াছড়ির গুইমারায়ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “রাইট টু ফুড” ক্যাম্পেইন ও খানি ফুড সিকিউরিটি নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, কৃষক প্রতিনিধি, নারী কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের খাদ্য, পুষ্টি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তারা জোর দিয়ে বলেন, “খাদ্য কেবল টিকে থাকার উপকরণ নয়, এটি মানবাধিকারের অন্যতম মৌলিক বিষয়।” তাই সকল শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর ও পর্যাপ্ত খাদ্য নিশ্চিতে দ্রুত খাদ্য অধিকার আইন প্রণয়ন করা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিশ্চিত করতে হলে কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ তৈরি, নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন— সঠিক নীতি গ্রহণ, আইনগত কাঠামো প্রণয়ন এবং জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ একদিন ক্ষুধা ও অপুষ্টিমুক্ত, টেকসই উন্নত দেশে পরিণত হবে।

দিবসটি উপলক্ষে শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যবহুল লিফলেট বিতরণ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।