খাগড়াছড়িতে বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলা ও মহালছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বৌদ্ধ বিহারগুলো পরিদর্শন করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকম ।

আজ খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত কয়েকটি বৌদ্ধ বিহার সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে সফরসঙ্গী ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সমাজ হিতৈষী তরুণ চাকমা ও বিশিষ্ট সমাজ সেবক ধীমান খীসা। এসব বিহার পরিদর্শনকালে ভাইস চেয়ারম্যান সংশ্লিষ্ট বিহারের ভান্তে, বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন এবং বিহারের উন্নয়নে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

খাগড়াছড়ি সদর উপজেলার বড়শীলাস্তুপা আর্যধাম বৌদ্ধ মহাশ্মশানারাম ও সাধনা প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ নন্দ ভন্তের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা আগমন উপলক্ষে পুষ্পিত অভিনন্দন আশীর্বাদ পুণ্য দান করেন। সাথে উপস্হিত ছিলেন খবং পোয্যার ইয়ং স্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ধীমান খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য বাবু কংজপ্রু মারমা, সমাজ কর্মী জনবল বৌদ্ধ বিহারের সম্পাদক তরুন বিকাশ চাকমা, বড়শীলাস্তুপা আর্যধাম বৌদ্ধ মহাশ্মশানারাম সেবা কমিটির সহসম্পাদক উদয়জীবন চাকমা, বড়শীলাস্তুপা আর্যধাম মুল গন্ধ কুঠিরের অর্থসম্পাদক অনিলাদেবী চাকমা, মুরালীশেখর চাকমা, পদ্নবিকাশ চাকমা, রাঙ্গু চাকমা, বোধিগিরি ফাউন্ডেশন বাংলাদেশ, কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন।

বড়শিলতুক আর্যধাম মুল গন্ধ কুঠির উন্নয়ন কাজে সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস প্রদান করেন।