আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় পণ্যাগার, জেলা কেন্দ্রীয় পণ্যাগার, উপজেলা গুদামঘর এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত ৯২২ জন ভিডিপি সদস্যের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন খাগড়াছড়ি জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত ভিডিপি সদস্যরা।
বক্তারা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত টানা ১৫ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। ঝিনাইদহে এক সহকর্মী ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভিডিপি সদস্য সুজিত তালুকদার, বেলাল হোসেন ও নুর নবী।
তারা বলেন, সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ভুক্তভোগী ভিডিপি সদস্যরা আজ অবহেলিত।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/