খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবসে বিএনপির র‌্যালি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

খাগড়াছড়ি প্রতিনিধি;
খাগড়াছড়িতে নানা আয়োজনে ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে জেলা বিএনপি।

বুধবার (২৬ মার্চ ২৫) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় কার্যালয়ে পাতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক ঘুরে মাইনী ভ্যালীস্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় র‌্যালি নিয়ে যাবার পথে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রোজার মধ্যেও ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন,এডভোকেট আব্দুল মালেক মিন্ট,অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা ছাত্রদলের সভাপতি- শাহেদুল ইসলাম সুমন,সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহিলা দলের নেত্রী কোহেলি দেওয়ানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।