স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে আর্থিকভাবে অসচ্ছল ১১৬ (একশ ষোল) জন নারীদের মাঝে সুতা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১১ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল হলরুমে মাত্রার উদ্যোগে নারীদের মাঝে এসব সুতা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণকালে মাত্রার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসি পারভীন বলেন,” পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে থামি, পিনন বুননের জন্য বিনামূল্যে এসব উপকরণ দেওয়া হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার), তৃণমূল উন্নয়ন সংস্থা'র ভাইস চেয়ারপার্সন চামেলী ত্রিপুরা, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমূখ।
উল্লেখ্য, গত এক বছরে পাহাড়ে চারশ অধিক নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য মোড়া তৈরির উপকরণ, থামি তৈরির উপকরণ সুতা ও সেলিন মেশিন বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/