আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার নেতা ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির নেতা মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, কেন্দ্রীয় সহ-ইমাম কাম অডিটর আলহাজ্ব হাফেজ মাসুম বিল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা মুহাঃ দেলোয়ার হোসেন।
কর্মশালা শেষে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা কাউসার আহমেদ আজিজীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে কমিউনিটি সেন্টার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমাপ্ত হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/