

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ চারজনকে আটক করেছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে তিনটি টহল দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানে স্থানীয়ভাবে তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫ রাউন্ড ভরা কার্টুজ, একটি চায়নিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকি-টকি ও চার্জার, একটি মাইক (মেগাফোন), ৪টি প্যারাশুট ফ্লেয়ারসহ অস্ত্র নির্মাণে ব্যবহৃত বিপুল পরিমাণ যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো— চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার তনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদওয়ান (৫০), সীতাকুণ্ড উপজেলার সলিমপুর গ্রামের মো. মোর্শেদ মিয়ার ছেলে মো. আশিক (২৫) , কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ফকির ঝুম পাড়া গ্রামের মো. নুরুল আলমের ছেলে রুমন (৪৫), নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।
পরবর্তীতে আটককৃত চারজনকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান প্রসঙ্গে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজী বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, বেআইনি অস্ত্র তৈরি, সরবরাহ ও পাচারকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে।”