স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড এর আয়োজনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলায় ২৫টি, দীঘিনালা উপজেলায় ২৫টি ও মাটিরাঙ্গা উপজেলায় ২৫টি সহ মোট ৭৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা। তিনিই জানে নারীর কষ্ট, নারীর বেদনা। তিনিই উদ্যোগ নিয়েছেন নারীদের আত্মকর্মসংস্থা করা, উদ্যোক্তা করার। অনেক নারী এখন ঘরে বসে লাখ টাকা আয় করছেন, এটাও প্রধানমন্ত্রীর উদ্যোগ ছিল। তিনিই পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। সমতলের থেকে তিনি পার্বত্যকে আলাদা ভাবে অগ্রাধিকার দেন, সুযোগ দেন। তিনিই নারীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাহাড়ের নারীদেরও প্রযুক্তিতে দক্ষতা হয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান।
সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, মাটিরাঙ্গার ইউএনও ডেজী চক্রবর্তী, দীঘিনালার ইউএনও মোঃ মামুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হার পাওয়ার উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা তেজশ্রী চাকমা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, আইসিটি অধিদপ্তর’র জেলা কার্যালয় এর প্রোগ্রামার (অ: দা), সলিল চাকমা, মাটিরাংগা, দিঘীনালা, সদর, পানছড়ি উপজেলা কার্যালয় হতে আগত সহকারী প্রোগ্রামারগণ যথাক্রমে রাজীব রায় চৌধুরী, রিয়াজ উদ্দিন, বাবলী খীসা ও ফ্রি ল্যান্সিংয়ের অভিভাবকগণ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/