খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ও ২ দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই দুটি প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ইতিবাচক নেতৃত্বে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। একইসঙ্গে তিনি চ্যাম্পিয়ন ট্রফির উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নজরুল ইসলাম ও শাহরিয়ার ইউনুস, সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও শত শত দর্শক।
খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার ১২টি কলেজ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মহালছড়ি সরকারি কলেজ। খেলায় নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় ক্যান্টনমেন্ট কলেজ দল।
দর্শকদের উচ্ছ্বাস, তুমুল করতালি আর শিক্ষার্থীদের উদ্দীপনায় পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,“ক্রীড়া তরুণ সমাজকে শুধু বিনোদন দেয় না, এটি তাদের মধ্যে শৃঙ্খলা, দলবদ্ধতা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। আমাদের লক্ষ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা দেশকে বদলে দিতে পারবে।”
আগামী ১১ দিন জেলার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। ফাইনাল ম্যাচে বিজয়ী দলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও ট্রফি প্রদান করা হবে।
আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি-তর্কে তরুণদের মেধার ঝলক
একইদিন সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শুরু হয়েছে জেলা পর্যায়ের ২ দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। এতে জেলার ৯ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিতর্ক তরুণ প্রজন্মকে যুক্তিনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের প্রতিযোগিতা তাদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়।”
দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা’, ‘প্রযুক্তি কি মানবসম্পদ উন্নয়নে আশীর্বাদ নাকি অভিশাপ’ ইত্যাদি বিষয়ে বিতর্ক উপস্থাপন করবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রীড়া ও বিতর্ক— এই দুটি প্রতিযোগিতার লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে রেখে নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলা।
আয়োজকরা আশা করছেন, এই আয়োজনগুলো জেলার শিক্ষাঙ্গনে নতুন প্রাণ ও অনুপ্রেরণা যোগাবে, এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা আরও বিস্তৃত করবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/