

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯’শ ৩৮টি কেন্দ্রে মোট ১লক্ষ ৪হাজার ৬’ম ৬২জন শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ রমধ্যে মধ্যে ৬থেকে ১১মাস বয়সী ১৫হাজার ৯’শ ২২জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২থেকে ৫৯ মাস বয়সী ৮৮হাজার৭’শ ৪০জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল কার্যক্রম চলবে।
সোমবার (১০মার্চ) দুপুরের দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে খাগড়াছড়িতে সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান। এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের বলেন,সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নিকটস্থ কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন,ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেজন্য আগামী ১৫ই মার্চ কেন্দ্রে ৬থেকে ১১মাস শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২মাস থেকে ৫৯মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,সহ-সভাপতি কানন কুমার আচার্য,প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিকসহ জেলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।