খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

আজ রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ার বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, ধনেশ্বর ত্রিপুরা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান চয়ন জ্যোতি চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ১৮টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিদর্শন শেষে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পরিষদের সদস্যরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পরিত্যক্ত বাজার সেডও ঘুরে দেখেন এবং সংস্কার বিষয়ে আলোচনা করেন।