

নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ১ নং লোগাং ইউনিয়নের ঘিলাতুলি এলাকায় “পানছড়ি রত্ন গিরি অরণ্য কুটিরের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীমৎ অজিত কীর্তি মহাস্থবির ভন্তের ৪৬তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ ০৭ মার্চ ২০২৫ শুক্রবার সকাল ৯টায় “পানছড়ি রত্ন গিরি অরণ্য কুটির”র ধর্মীয় দেশনালয়ে অস্থায়ী মঞ্চের পরম পূজনীয় ভন্তে শ্রীমৎ অজিত কীর্তি মহাস্থবির ভন্তের ৪৬তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শ্রীমৎ অজিত ভন্তের ৪৬তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। মোমবাতি প্রজ্বলন করেন পানছড়ি রত্মগিরি অরন্য কুটিরের অধ্যক্ষ শীমৎ অজিত কীর্তি মহাস্থবির। এই শুভ হোক জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধ ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়েছে।
পানছড়ি রত্ন গিরি অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অজিত কীর্তি মহাস্থবির ভন্তের ৪৬তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে কুটির পরিচালনা কমিটি, স্থানীয় দায়ক-দায়িকা ও পূণ্যার্থী উপাসক-উপাসিকা কর্তৃক ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধাভিনন্দন জানিয়েছেন।
পানছড়ি রত্ন গিরি অরণ্য কুটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীমৎ অজিত কীর্তি মহাস্থবির ভন্তের ৪৬তম জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ নং লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২ নং চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, রত্ন গিরি অরণ্য কুটির পরিচালনা কমিটির সভাপতি বিন্দু কুমার চাকমা।
শুভ জন্মদিন অনুষ্ঠানে ভিক্ষু সংঘের মধ্য থেকে ধর্ম দেশনা প্রদান করেন কুটির অধ্যক্ষ শ্রীমৎ অজিত কীর্তি মহাস্থবির। শ্রীমৎ অজিত কীর্তি ভন্তে আরও বলেন, আমি মানুষের ভালবাসা পেতে চাই। শুধু মানুষের ভালবাসা নয় সকল প্রকার প্রাণীদের ভালবাসা আমার প্রয়োজন। আমি মানুষকে ভালবাসলে, প্রাণীদের ভালবাসলে তারাই আমাকে ভালবাসবে। তিনি পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির প্রতিষ্ঠাতা ও প্রধান অধ্যক্ষ পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের শিষ্য সংঘের মধ্যে অন্যতম ধর্ম কথিক শিষ্য।