পানছড়ি প্রতিনিধিঃ
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে প্রতিপক্ষ একটি দল লতিবান এলাকার গহীন অরণ্যে অবস্থিত ইউপিডিএফ প্রসিত গ্রুপের সশস্ত্র ডেরায় ব্রাশফায়ার করে।
নিহতরা ইউপিডিএফ সহযোগী অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য বলে জানা গেছে। তারা হলেন, সিজন চাকমা (৫০), শাসন ত্রিপুরা (৩৫) ও জয়েন চাকমা (২২)।
ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা এবং পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, আমরা ৩ জনের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি মর্গে পাঠিয়েছেন।
ঘটনার জেরে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আগামীকাল ৩১ অক্টোবর খাগড়াছড়ি জেলা জুড়ে অবরোধের ডাক দেন। সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে জেলার সকল যানবাহন,মালিক-শ্রমিক সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে তিনি বিবৃতি দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউপিডিএফ নিয়ন্ত্রিতি পানছড়ি এলাকার দখল নিতে প্রতিপক্ষ গ্রুপগুলো বিগত বছর ধরে চেষ্টায় আছে। সেই সূত্র থেকে এই হামলার ঘটনা ঘটতে পারে।