খাগড়াছড়ির পানছড়িতে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ
“সীরাত জানুন, পুরস্কার জিতুন” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে অনুষ্ঠিত হলো সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

১৫ নভেম্বর ২০২৫, শনিবার, দুপুর ২টা হতে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা দলিলুর রহমান সাহেব, ইমাম ও খতিব, পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি মহিউদ্দিন সাহেব, ইমাম ও খতিব, মধয়নগর বাইতুন নুর জামে মসজিদ,সৈয়দ এম এ বাসার, সাধারণ সম্পাদক পানছড়ি উপজেলা প্রেসক্লাব ও সানরাইজ কিন্টার গার্ডেনের শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শিমু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল কাদের ওয়াসিম, সভাপতি, আস-সুন্নাহ ইসলামিক সোসাইটি, পানছড়ি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক ও ইসলামিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে আস-সুন্নাহ ইসলামিক সোসাইটি, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা। এতে বিভিন্ন এলাকার ইসলামপ্রিয় জনগণ অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।