খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে বাস্তবায়িত ২০২৪ ২৩/২৪ অর্থবছরের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলাস্থ সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুনায়েদ কবীর সোহাগ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- তোমরা লেখাপড়া ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। এ বিষয়টা মাথায় রেখে তোমরা কাজ করবা।
খাগড়াছড়ি সদর উপজেলার ফিড সুপারভাইজার মোঃ সাইমন পাটোয়ারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন- খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ নাজমুস সাকিব। বিশেষ অতিথি ছিলেন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষায় কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ আব্দুল কাইয়ুম। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুনায়েদ কবীর সোহাগ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/