নিজস্ব প্রতিবেদক।।
খাগড়াছড়ি জেলার ০৯ টি উপজেলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৫ সম্পন্ন হয়েছে।*
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় খাগড়াছড়ি জেলার ০৯ টি উপজেলায় গত ১৯-০১২০২৫ খ্রি. হতে ৩০-০১-২০২৫ খ্রি. পর্যন্ত ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ০৯টি উপজেলার মোট ২৩৭ জন পুরুষ ও ২৩৪ জন মহিলা প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেন। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ মহাপরিচালক, ড. মো: সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস। এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের পাহাড়ি বাঙালি সম্প্রীতি রক্ষা, উদ্যোক্তা হওয়া এবং মাদক ও বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিশেষে তিনি প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- মানিকছড়ি আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো: সাজেদুর রহমান, বিভিএম, খাগড়াছড়ি পার্বত্য জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, মো: আরিফুর রহমান, পিপিএম ও বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/