খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন’র স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

খাগড়াছড়ি প্রতিনিধি;
খাগড়াছড়িতে নানা আয়োজনে ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটি।

বুধবার (২৬ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষে পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক ঘুরে মাইনী ভ্যালীস্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলার সভাপতি-মোঃ মোশারফ হোসেন
(সাবেক চেয়ারম্যান) সিনিয়র সহ-সভাপতি- আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি-মোহাম্মদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক-মোঃ আসাদ উল্লাহ, যুগ্ম-সম্পাদক-মোঃ জহির আহম্মেদ, রাজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক -মোঃ মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক-শাহাজ উদ্দিন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক-মোঃ আফসার উদ্দিনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।