খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার||
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, “ফুল বাগানের মতো আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করতে চাই। সকলকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।”

আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সদস্য প্রফেসর মোঃ আবদুল লতিফ, কংজপ্রু মারমা, নিটোল মনি চাকমা এবং সাংবাদিক জয়ন্তী দেওয়ান বক্তব্য রাখেন। পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী সভা সঞ্চালনা করেন। সভায় সদস্য শহিদুল ইসলাম সুমন স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি সত্ত্বেও এখনও কিছু নিরাপত্তা উদ্বেগ ও আতঙ্ক বিদ্যমান। ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান এবং স্থানীয়দের মধ্যে সন্দেহ দূর করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তারা আরও বলেন, চুক্তির সুফল বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রেখে উন্নয়নের পথে এগোতে হবে।

সভায় পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা সহ বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।