খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ি সদর থানা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
১৯শে নভেম্বর, ২০২৫ (বুধবার) আকস্মিকভাবে খাগড়াছড়ি সদর থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন উপলক্ষে সদর থানায় পৌঁছালে থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানানো করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, অস্ত্রাগার পরিদর্শন করেন। এছাড়াও তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ ও উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি আরও জানান, থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া তিনি মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কার্যসম্পাদনের আহ্বান জানান।
পরিদর্শনকালে সাথে ছিলেন খাগড়াছড়ি (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানা অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/