 
                    
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধীনস্থ বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ইসমাইলের জুম নামক স্থানে অবৈধ কাঠ চোরাচালান হতে পারে।
তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৪৩ হাজার ৭৫০ টাকা। উদ্ধারকৃত কাঠ মাটিরাঙ্গা বনবিটে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “খাগড়াছড়ি ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                