খাগড়াছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর জোন এর তত্ত্বাবধানে এবং ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সহযোগিতায় পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছোট তারাবনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুমানিক তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন টি খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক এই মেডিক্যাল ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।

শনিবার ৩০ আগস্ট ২০২৫ তারিখে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে পার্বত্য চট্টগ্রামের ছোট তারাবনছড়া এবং এর আশেপাশের এলাকার উপজাতীয় জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের পরিবারের সাধারণ জনগণ উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করে।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি জোন জেডএসও ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের জন্য উপস্থিত ছিলেন , খাগড়াছড়ি এমডিএস মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, খাগড়াছড়ি এমডিএস মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, খাগড়াছড়ি জোন আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং খাগড়াছড়ি এমডিএস ক্যাপ্টেন তাসমিয়া শফিক উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

মেডিকেল ক্যাম্পেইন এর ব্যাপারে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, জানান চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও খাগড়াছড়ি সদর জোন কর্তৃক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।