দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় খাগড়াছড়ি ঐতিহ্যবাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে একটি জমজমাট প্রদর্শনী ফুটবল ম্যাচ।
শনিবার (১১জানুয়ারী, ২০২৫) বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এই ম্যাচে অংশ নেয় ঢাকার লালবাগ ফ্রেন্ডস ভেটেনার্স ক্লাব এবং খাগড়াছড়ি সোনালী অতীত ক্লাব।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি। তিনি খাগড়াছড়ি সোনালী অতীত ক্লাবের হয়ে খেলার নেতৃত্ব দেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্ট্যা.) মেজর মোঃ জাবির সোবহান মিয়াদ, ব্রিগেডের মেজর মোঃ সাদাত রহমান পিএসসি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, ধনেশ্বর ত্রিপুরা, এ্যাড. মনজিলা সুলতানা, অনিময় চাকমা, নিটোল মনি, কংজপ্রু মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সেনা রিজিয়নের নেতৃবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
ম্যাচ শেষে উভয়ে ড্র ড্র হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল ঢাকার লালবাগ ফ্রেন্ডস ভেটেনার্স ক্লাবকে ও খাগড়াছড়ি সোনালী অতীত ক্লাব
হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরনের খেলার আয়োজন খাগড়াছড়ির ক্রীড়া সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/