মহালছড়ি প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন, নারী ও শিশুদের নির্বিচারে হত্যাকাণ্ড এবং ফিলিস্তিনিদের উপর চলমান সহিংসতার প্রতিবাদে মহালছড়ি উপজেলায় সর্বস্তরের মুসলিম জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“Stop The Israeli Genocide On Gaza”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্বের বিবেকবান মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিবাদকারীরা বলেন, “ইসরায়েল যুদ্ধবিরতির নামে বারবার ধোঁকা দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। শিশু ও নারীদের হত্যা করে মানবতাকে কলঙ্কিত করা হচ্ছে।” তাঁরা আরও বলেন, মুসলিম বিশ্বকে এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মিছিলে বহুল ব্যবহৃত কিছু স্লোগান ছিল—“ফিলিস্তিন রক্ষা কর”
“বিশ্ব মুসলিম ঐক্য গড়” “Free Palestine”
বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম একটি ন্যায়সঙ্গত লড়াই, যা দমন করার কোনো অধিকার ইসরায়েলের নেই। আন্তর্জাতিক মহলের নীরবতাও এই বর্বরতার জন্য কম দায়ী নয়।
উল্লেখ্য, এই কর্মসূচিতে স্থানীয় ধর্মীয় নেতা, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ এই মিছিল শেষে দোয়া মাহফিলের মাধ্যমে ফিলিস্তিনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা করা হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/