গুইমারাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অকটোবর সোমবার সকালে র‍্যালি শেষে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার। সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশাররফ হোসেন ।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী নাজমুল হাসান নাইম, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী বিভিন্ন ওয়ার্ড মেম্বার জনপ্রতিনিধিবৃন্দ।

দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বেড়েছে মন্তব্য করে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার বলেন, দুর্যোগের আগাম প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ার বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাহাড়ে ভূমি ধ্বসের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস না করার জন্য আহ্বান জানান ।

উল্লেখ্য যে বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে।