গুইমারায় আনসার-ভিডিপি’র সপ্তাহ ব্যাপী জনকল্যাণমুখী কর্ম উদ্যোগ

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি::
খাগড়াছড়ির জেলা কমান্ড্যান্ট জনাব আরিফুর রহমান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় জনসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও নিজেদের সক্ষমতা প্রমাণ করল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ডেঙ্গু রোগ মোকাবিলা এবং জনগুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামতের লক্ষ্যে গত রবিবার থেকে সপ্তাহব্যাপী এক বিশেষ পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান শুরু হয়েছে, যা আজ শুক্রবার পর্যন্তও চলমান। গুইমারা উপজেলা প্রশিক্ষক আল আমীন-এর উদ্যোগ ও নেতৃত্বে এই জনবান্ধব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলা প্রশিক্ষক আল আমীন-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযানে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংসের পাশাপাশি এলাকার জনজীবন সহজ করতে গুরুত্বপূর্ণ কাজ হাতে নেওয়া হয়। অভিযানের প্রধান কাজগুলোর মধ্যে ছিল হাজীপাড়া এলাকার জনগুরুত্বপূর্ণ রাস্তা মেরামত ও সংস্কার। একইসঙ্গে ডেঙ্গু মুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাস্তার দু’পাশ, বিভিন্ন বাড়ি ও মসজিদের আঙ্গিনা নিবিড়ভাবে পরিষ্কার করা হয়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানের স্থান কয়েকটি কবরস্থানও এই অভিযানের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এটি কেবল পরিবেশগত পরিচ্ছন্নতাই নয়, বরং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি আনসার বাহিনীর শ্রদ্ধাবোধেরই প্রতিফলন। এছাড়াও হাতীমুড়া পুলিশ ফাঁড়ি এলাকাও পরিচ্ছন্ন করা হয়।

এই জনকল্যাণমূলক কাজে মোট ৩২ জন আনসার ও ভিডিপি সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্লাটুন লিডার আমিনুল হক বেলাল, ইউনিয়ন দলনেতা মনিরুল ইসলাম, হিল ভিডিপি সদস্য রাছেল মীর, সহকারী প্লাটুন লিডার মহিউদ্দিন, হিল ভিডিপি কমান্ডার দেওয়ায়ার হোসেন এবং কমান্ডার মজনু তালুকদার, কমান্ডার মোশাররফ, কমান্ডার আঃ কাদের, কমান্ডার রফিকুল ইসলাম, কমান্ডার বনি আমিন, কমান্ডার সফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। আনসার ও ভিডিপির এই উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রশিক্ষক আল আমীন জানান, “জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা সবসময় জনকল্যাণমূলক কাজের জন্য প্রস্তুত।” তার এই বক্তব্য আনসার বাহিনীর জনসেবার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।