
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি-২৯৮নং আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগের সময় কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। এসময় মাঠে উপস্থিত কৃষকদের নিকট ধানের শীষের ভোট চাওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পথাছড়া পাড়ায় উপজেলা বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত হয় এতে মাঠে থাকা কৃষকের ধান কেটে দেন উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ অন্যরা। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নবী হোসেন, সহ-সভাপতি গুইমারা উপজেলা বিএনপি, আবু বক্কর সওদাগর, সহ-সভাপতি উপজেলা বিএনপি, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি, উপজেলা বিএনপি, সালমান হোসেন, যুগ্ম-সম্পাদক উপজেলা বিএনপি, হাফিজুল ইসলাম, আহ্বায়ক, উপজেলা যুবদল, দিদারুল হৃদয়, যুগ্ম-আহ্বায়ক উপজেলা ছাত্রদল, নুর জাহান বেগম, উপজেলা মহিলাদলসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত গণসংযোগে সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার বিভিন্ন উন্নয়নের তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা ভোটারদের নিকট তুলে ধরা হয়।
এসময় বক্তারা বলেন, “পাহাড়ের মানুষ ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। পাহাড়ী-বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভূইয়াকে পুনরায় সংসদে পাঠাবে বলে আশা প্রকাশ করেন। সাধারণ মানুষ এখন ধানের শীষের বিজয়ের অপেক্ষায় আছে। জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ধানের শীষে ভোট চান নেতারা।