নিজস্ব প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে গুইমারা উপজেলায় স্কুল শিক্ষার্থীদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
০২ জুলাই ২০২৪ সকাল ১০টায় গুইমারা সরকারি মডেল হাই স্কুল হলরুমে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন- গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
গুইমারা গভ: মডেল হাই স্কুল প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন এর সভাপতিত্বে অতিথিবৃন্দ, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করেন গুইমারা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক (ক্রীড়া)উজ্জ্বল চৌধুরী ও হাফছড়ি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক (ক্রীড়া) সুইসামং মারমা।
প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রাকসুট ও সনদ বিতরণ করেন অতিথিগণ। এতে ৩০( ত্রিশ) জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/