গুইমারায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ৫০ নেতাকর্মী ছাত্রদলে যোগদান

দিদারুল হৃদয়, গুইমারাঃ
খাগড়াছড়ির গুইমারায় উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠান করেছে উপজেলা ছাত্রদল। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।

৩১ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক মিন্টু, উদ্বোধক জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, আইনজীবী ফোরামের সভাপতি রিফল চাকমা, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,সাধারণ সম্পাদক মাহবুব আলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, উপজেলা বিএনপির সাংগঠনিক আইয়ুব আলী ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, গুইমারা উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী উক্যনু মারমাসহ অনেকে।

সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়।