
স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের মাইরুঙ্গ পাড়ায় সৌরচালিত পাম্পের মাধ্যমে গৃহস্থালি পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সচিব মাঠ দিবসে প্রদর্শিত ক্লাইমেট অ্যাডাপটিভ লাইভলিহুড অপশনস (CALO)-এর বিভিন্ন শিক্ষণীয় উদ্যোগ ঘুরে দেখেন এবং নারী নেতৃত্বাধীন উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটি (WCRC) ও ভালনারেবল উইমেন গ্রুপ (VWG) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি মাইরুঙ্গ পাড়া নন-গভর্নমেন্ট প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটি ভিয়েতনাম কাঁঠাল গাছের চারা রোপণ করেন।
সচিবের সফরকালে খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা, করলিয়া প্রকল্পের জেলা কর্মকতা নবলেশ্বর দেওয়ান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য হরিপদ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়ন করছে CoRLIA কম্পোনেন্ট, খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল (KHDC) এবং সহায়তা প্রদান করছে ERRD-CHT, UNDP।