
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় হাজীপাড়া গ্রামের দীর্ঘদিনের বেহাল অবস্থা রাস্তাটি অবশেষে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জনগণের চলাচলের উপযোগী করে দিয়েছেন উপজেলা হিল-ভিডিপির সদস্যরা।
সোমবার ২৭ অক্টোবর সকালে তারা এটি মেরামতের উদ্যোগ নেন। এটি এলাকার সাধারণ মানুষ ও অসংখ্য ছাত্র-ছাত্রীর প্রধান যাতায়াত পথ হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছিল।
এই জনকল্যাণমূলক কাজটি সম্পন্ন হয়েছে উপজেলা প্রশিক্ষক আলামিন এর অনুপ্রেরণা ও উদ্যোগে। কাজটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়েছে হিল ভিডিপি সদস্য রাসেল মীরের সরাসরি নেতৃত্বে।
রাস্তাটিকে টেকসই ও নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। প্রথমে রাস্তাটিকে উঁচু করতে মাটি ভরাট করা হয়। এর পাশাপাশি, জল নিকাশের সুবিধার জন্য রাস্তার সংলগ্ন খাল মেরামত করা হয়েছে। ভাঙন রোধ ও রাস্তাটিকে মজবুত করতে রাস্তার দুই পাশে বস্তায় মাটি ভরে দেওয়াল তৈরি করা হয়।
এই সংস্কার কাজে রাসেলের সাথে সরাসরি অংশ নেন হিল ভিডিপি-র একদল নিবেদিত প্রাণ সদস্য। এদের মধ্যে ছিলেন হিল ভিডিপি দেলোয়ার, হিল ভিডিপি রফিকুল, হিল ভিডিপি বনি আমিন, হিল ভিডিপি মহিউদ্দিন এবং হিল ভিডিপি প্লাটুন লিডার আমিনুল হক। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততার সাথে কাজটি শেষ করা সম্ভব হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, এই উদ্যোগের ফলে এলাকার ছাত্র-ছাত্রীরা এখন নির্বিঘ্নে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে। এমন জনসেবামূলক কাজে নেতৃত্ব দেওয়ায় উপজেলা প্রশিক্ষক আলামিন এবং হিল ভিডিপি-র সকল সদস্যকে স্থানীয় জনগণ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।