দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিসতাকুল তামান্না।
২৮ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ নুরুল্লাহ নূরী’র সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আইরিন সুলতানা নবাগত ইউএনও মিসকাতুল তামান্না’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তাকে ফুল দিয়ে ভরন করে নেওয়া হয়।
নতুন ইউএনও মিসকাতুল তামান্না'র এর বাড়ি চট্টগ্রামে। তিনি পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাহী অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন। দায়িত্ব গ্রহণকালে তিনি গুইমারা উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/