নিজস্ব প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির রামেসু এলাকায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন, সংগঠিত সহিংসতায় নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন বান্দরবান আদিবাসী ফোরামের সভাপতি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডা: মং উষা থোয়াই। তার নেতৃত্বে একটি টিম।
১৭ (অক্টোবর) শুক্রবার দুপুরে বান্দরবন থেকে এসে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা, কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কমিটি'র তত্ত্বাবধানে তাদের মাঝে নগদ অর্থ, কম্বল ও শিক্ষা সামগ্রী উপহার তুলে দেন ডা: মংউষা থোয়াই।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ২১৩ নং লুব্রেমরম হেডম্যান চাইথোয়াই চৌধুরী, বান্দরবন আদিবাসী ফোরামের নির্বাহী সদস্য থই হ্লা খই, সংস্কৃতি ও নাট্যকর্মী ক্যসামং মারমা,আদিবাসী ছাত্র ফোরাম সদস্য ক্যসিং মারমা,মারমা উন্ময়ন সংসদ গুইমারা শাখার সভাপতি শিক্ষক চাইরেপ্রু মারমা, হ্লাচাই মারমা, ক্রাসং মারমা প্রমূখ। রামেসু বাজার এলাকায় সহিংসতায় আহত ক্যজাইহ্লা মারমা ও উম্রান্রী রাখাইন এর কন্যা অস্টম শ্রেণীর ছাত্রী উমেহ্লা মারমা'কে শিক্ষা উপকরণ সামগ্রী সহ নগদ টাকা অনুদান প্রদান করা হয় ।
এ সময় ডা: মং উষাথোয়াই বলেন,গত ২৮ সেপ্টেম্বর সংগঠিত ঘটনার বিভাগীয় তদন্তপূর্বক প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/