

মো: রমজান আলী, খাগড়াছড়ি।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা বিএনপি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শনিবার সকালে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গুইমারা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলীর সঞ্চালনায় সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার।
প্রধান বক্তা জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু। বিশেষ অতিথি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন অর্থ সম্পাদক জহির আহমেদ। এসময় গুইমারা উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সালমান হোসেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এডভোকেট আব্দুল মালেক মিন্টু,
যুগ্ম সম্পাদক আবদুল লতিফ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সহ-সভাপতি এস এম মিলন, শেখ ইব্রাহিম, সহ -অর্থ সম্পাদক জহির আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইউচুপ প্রমূখ।
বক্তাগন নবগঠিত কমিটি’র নেতৃত্বে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষে প্রধান অতিথি নব গঠিত কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করে নেন।