শফিক ইসলাম , মহালছড়ি প্রতিনিধিঃ
“আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য গ্রামীণ নারীরা প্রকৃতিকে রক্ষা করছেন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) ৯:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহালছড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। তৃণমূল উন্নয়ন সংস্থার সহকারী প্রকল্প অফিসার ইতি চাকমার সার্বিক পরিচালনা এবং এমপাওয়ারমেন্ট প্রজেক্ট ম্যানেজার শাশ্বতি দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, উপজেলা তথ্য আপা কর্মকর্তা ইতি চাকমা, এবং মাইসছড়ি ইউনিয়নের হেডম্যান স্বদেশপ্রীতি চাকমা।
জিএফ কলান্টিং গ্রুপ,জিএমবিএইচ(CEF) এর সহযোগিতায়, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে ইমপাওয়ারমেন্ট প্রজেক্ট, তৃণমূল উন্নয়ন সংস্থা ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামটি বাস্তবায়ন করেন।
আলোচনা বক্তারা বলেন, গ্রামীণ নারীরা শুধু পরিবারের সীমার মধ্যে নয়, প্রকৃতি সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজে সচেতনতা বাড়ানো, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নারীর নেতৃত্ব বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় নারী নেত্রী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/