সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ির পানছড়িতে চিকিৎসকের প্রাইভেটকারের ধাক্কায় সুশান্ত চাকমা (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছে।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে পানছড়ির বাস স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত চাকমা পানছড়ির কোড়াবাড়ী এলাকার বিক্রম সেন চাকমার ছেলে।
জানা যায়, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক (শিশু রোগ বিশেষজ্ঞ) ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শেষ করে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে পানছড়ির বাসস্টেশন এলাকায় একটি টমটমকে পিছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই টমটম চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন আহত অবস্থায় উদ্বার করে রাজেন্দ্র ত্রিপুরাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তিনি সেখানে পুলিশের প্রহরায় রয়েছেন।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালটি ঘিরে চিকিৎসকের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/