মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) প্রথমবারের মতো সরকারি কর্মকাণ্ড পরিদর্শন ও সুধী সমাবেশে দীঘিনালা উপজেলায় আগমন করেন।
২৭ নভেম্বর সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে তিনি মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের মেজর মো. আকিব মল্লিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি আক্কাস আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, “উন্নয়ন, সেবা ও শৃঙ্খলা—এই তিন মূলনীতি সামনে রেখে দীঘিনালাকে আরও এগিয়ে নিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”
সভায় উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি খাতের অগ্রগতি এবং জনভোগান্তি নিরসনে বিভিন্ন প্রস্তাব ও দাবি উপস্থাপন করেন। জেলা প্রশাসক উত্থাপিত সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
সভার শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/