

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
“খেলাধুলায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হলো মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম।
তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক কর্মসূচির আওতায় শনিবার (১৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়। রঙিন ব্যানার, উদ্বেল শিশু-কিশোরের উপস্থিতি এবং অতিথিদের প্রাণবন্ত বক্তৃতায় জমে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান।
জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“আজকের প্রজন্ম খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে ভবিষ্যতে তারা হবে সুস্থ, সচেতন ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক। সমাজে শৃঙ্খলা, ঐক্য ও মানবিক গুণাবলি বৃদ্ধির জন্য খেলাধুলা অপরিহার্য।”
বিশেষ করে ফুটবলের মতো দলীয় খেলায় অংশগ্রহণের মাধ্যমে কিশোরদের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক সহনশীলতা, নেতৃত্ব, এবং সময়ানুবর্তিতা—যা তাদের সামগ্রিক বিকাশে বড় ভূমিকা রাখে।
প্রশিক্ষণই হবে প্রতিভা বাছাইয়ের মূল মঞ্চ মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনূর্ধ্ব-১৫ কিশোর খেলোয়াড়রা অংশ নিচ্ছে। পেশাদার কোচ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন চলবে।
এই আয়োজনের মূল লক্ষ্য, নতুন ফুটবল প্রতিভা আবিষ্কার এবং জেলা পর্যায়ে একটি শক্তিশালী কিশোর ফুটবল দল গঠন করা।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের এই প্রয়াস তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি এবং পেশাদার ক্রীড়াজগতের প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও অতিথিরা।
মাঠেই গড়ে উঠছে স্বপ্ন
ফুটবল মাঠে দাঁড়িয়ে অনেক কিশোরই স্বপ্ন দেখছে দেশের হয়ে একদিন মাঠে নামার। এদেরই প্রশিক্ষণার্থী সৌরভ চাকমা ও গৌরব চাকমা জানায়,“প্রথমবার এত বড় আয়োজনের প্রশিক্ষণে অংশ নিচ্ছি। এখান থেকে অনেক কিছু শিখে ভবিষ্যতে দেশের বড় দলে খেলতে চাই।”
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকসহ স্থানীয়রা। তাদের মতে, পড়াশোনার পাশাপাশি এমন ক্রীড়াভিত্তিক কর্মসূচি কিশোরদের ভুল পথে যাওয়া থেকে বিরত রাখে এবং গড়ে তোলে দায়িত্বশীল নাগরিক।
খাগড়াছড়িতে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুধু একটি ক্রীড়াচর্চার আয়োজন নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা—যা আগামী প্রজন্মকে সুস্থ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।