সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের অকস্যা কার্বারী পাড়ায় অগ্নিকান্ডে দগ্ধ শিশু জোসিনা চাকমার (০৪) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) সকালে নিজ কার্যালয়ে দীঘিনালার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ আহতের চিকিৎসাবাবদ ১০ হাজার টাকার চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, ‘অগ্নিকান্ডে আহত শিশুটির চিকিৎসা বাবদ সরকারি তাহবিল থেকে অর্থ প্রদান করা হয়েছে। যে কোন দুর্যোগে উপজেলা প্রশাসন সকলের পাশে আছে।’
সহায়তা পেয়ে জোসিনা চাকমার পিতা যোরবো ধন চাকমা বলেন, ‘হঠাৎ ঘরে আগুন ধরে আমার মেয়ে দগ্ধ হয়েছে। প্রশাসন খবর পেয়ে আমাকে সহযোগিতা দিয়েছে। আজকে ইউএনও অফিস থেকে আমাকে ১০ হাজার টাকার ব্যাংক চেক, খাদ্যসামগ্রী ও কম্বল দেওয়া হয়েছে। ’
এসময় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এতে শিশু জোসিনা চাকমার পক্ষে তাঁর পিতা যোরবো চাকমা এসকল অনুদান গ্রহণ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/